ছেলেটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেট গামি উদয়ন এক্সপ্রেসে উঠে পড়ে। পরবর্তীতে একজন যাত্রী আমার কাছে নিয়ে আসে।
শেয়ার করে সাহায্য করুন!
ছেলেটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেট গামি উদয়ন এক্সপ্রেসে উঠে পড়ে। পরবর্তীতে একজন যাত্রী আমার কাছে নিয়ে আসে। অনুগ্রহ করে কেউ যদি তাকে চিনে থাকেন যোগাযোগ করবেন। ছেলেটিকে সাথে করে ওই এলাকায় নিয়ে গেলে ছেলেটি বাড়ি চিনবে।
মোবাইল- ০১৬৭৯-৭৩৪০৩৪ মামুন।
ক্যাটারিং ম্যানাজার, উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস।
মোঃ সাফায়েত।
পিতাঃ শাহাদাৎ হোসেন লিটন।
মাতাঃ মৃতঃ শাহীনা আক্তার সুমি।
বয়সঃ ১৩ বছর।
ঠিকানাঃ জামেয়া আস্রাফিয়া মদিনাতুল উলুম ষোলঘড় মাদ্রাসা পড়ুয়া ছাত্র। হাফিজি খানায় পড়ালেখা করে।
চাঁদপুর ষোলঘর বোর্ড অফিসের থেকে ২ মোড় সামনে, খন্দকার বাড়ি। এতো টুকুই বলতে পারছে।
No comments